Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

 

এক নজরে উপানুষ্ঠানিক শিক্ষা

ক) কার্যালয় স্থাপিত :  ১৯৯৩ সালে সমন্বিত উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম নামে প্রতি জেলায় কার্যালয় স্থাপিত হয়। এ কার্যালয়ের প্রধান ছিলেন  জেলা  কো-অর্ডিনেটর।

খ) বাস্তবায়িত প্রকল্প সমূহ : বাগেরহাট জেলায় বাস্তবায়িত কর্মসূচিসমূহ নিম্নরূপ :

১। সার্বিক সাক্ষরতা আন্দোলন (টিএলএম) কর্মসূচি :  জেলার সকল নিরক্ষর ব্যক্তিকে একযোগে সাক্ষর জ্ঞান সম্পন্ন করে গড়ে  তোলার জন্য ‘শিক্ষাদীপ্ত বাগেরহাট’ নামে সার্বিক সাক্ষরতা আন্দোলন (টিএলএম) কর্মসূচি বাস্তবায়িত হয়। বাগেরহাট সদর উপজেলায় কর্মসূচির আওতায় ছিল।

২। গ্রাম শিক্ষা মিলন কেন্দ্র :  জেলা  কো-অর্ডিনেটরের মাধ্যমে সরকারিভাবে বাগেরহাট সদর উপজেলায় গ্রাম শিক্ষা মিলন কেন্দ্র৷ পরিচালনা কাযর্ক্রম বাস্তবায়িত হয়েছে।

৩। সার্বিক সাক্ষরতা আন্দোলন (টিএলএম) কর্মসূচি :  বাগেরহাট সদর উপজেলার নিরক্ষর ও পিছিয়ে পড়া নারী পুরুষদের সাক্ষর জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলাসহ তাদের কর্মক্ষম ও স্বাবলম্বী করে তোলার জন্য মানব উন্নয়নের জন্য সাক্ষরতাত্তোর কর্মসূচি (পিএলসিইএইচডি-১) প্রকল্প বাস্তবায়িত হয়েছে।